আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার হাকোরা বোদাসগামে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন কমপক্ষে চার জন। আজ মঙ্গলবার ওই ঘটনা ঘটে।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘ব্যাক টু ভিলেজ’ নামে একটি সরকারি অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনা কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
এর আগে আজ বিকেলে কাশ্মীরে আরো একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে কাশ্মীর ইউনিভার্সিটির কাছে গ্রেনেড হামলা হয়। এই হামলায় আহত হয়েছেন দুই জন সাধারণ মানুষ।
হামলায় আহতদের তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া কে বা কারা এই হামলাটি চালিয়েছে তাদের সন্ধানে গোটা শহরে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
আরএম/