আওয়ার ইসলাম: লেখক, বুদ্ধিজীবী ও উদ্যোক্তাসহ সৌদি কর্তৃপক্ষ অন্তত আটজনকে আটক করেছে। এই তথ্য নিশ্চিত করেছে লন্ডনভিত্তিক সৌদি মানবাধিকার গোষ্ঠী এএলকিউএসটি এবং অন্য একটি সূত্র। খবর মিডল ইস্ট আই-এর।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত সপ্তাহে রাজধানী রিয়াদ ও দেশটির লোহিত সাগর উপকূলের বন্দর নগরী জেদ্দা থেকে এসব ব্যক্তিকে আটক করা হয়। সাধারণ পোশাক পরিহিত একদল পুলিশ তাদের আটক করে। তারপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সৌদি সরকারের যোগাযোগ বিষয়ক কার্যালয়ে এই আটক ব্যক্তিদের সম্পর্কে জানতে সোমবার মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও রয়টার্সকে তারা এর কোনো জবাব দেয়নি। রিয়াদ রাজনৈতিক বন্দির কথা অস্বীকার করলেও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, সমাজে স্থিতিশীলতা বজায় রাখতেই এসব মানুষকে আটক করা হয়।
সূত্র বলছে, যেসব ব্যক্তিকে আটক করা হয়েছে তারা ফ্রন্টলাইন অ্যাক্টিভিস্ট নন। আটকদের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছেন তারা বিভিন্ন জায়গায় ব্যক্তিগত মতামত দিয়ে তাদের নিবন্ধ প্রকাশ করেছেন কিংবা টেলিভিশন অনুষ্ঠানে নানা বিষয়ে মন্তব্য করেছেন। আর বাকিরা হলেন উদ্যোক্তা।
আরএম/