শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

চীনে বন্দী শিবিরে ১০ লাখ উইঘুর মুসলিম, নতুন দলিল ফাঁস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে জিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী উইঘুরদের ওপর নির্যাতনের নতুন তথ্য ফাঁস হয়েছে। অন্তত ১০ লাখ উইঘুরকে ডিটেনশন ক্যাম্পে বন্দী করে রাখার ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে সরকারি নথিগুলোতে।

বিবিসি জানায়, এর আগেও উইঘুরদের ওপর নির্যাতনের সরকারি দলিল ফাঁস হয়। তবে নতুন তথ্যে বিস্তারিতভাবে দেখার সুযোগ হয়েছে, কীভাবে বন্দীদের মতো আটকে রাখা হয়েছে উইঘুরদের।

চীন সরকার ধারাবাহিকভাবে দাবি করে আসছে, পশ্চিম জিনজিয়াং অঞ্চলে গড়ে তোলা ক্যাম্পগুলোতে উইঘুরদের স্বেচ্ছাসেবী শিক্ষা এবং প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

তবে আন্তর্জাতিক সাংবাদিক গোষ্ঠী কর্তৃক ফাঁস হওয়া নতুন সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, উচ্চ প্রযুক্তি ও নিরাপত্তা সংবলিত ক্যাম্পগুলোতে বন্দীর মতো আচরণ করা হচ্ছে উইঘুরদের সঙ্গে। সেখানে তাদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির বিরুদ্ধে শিক্ষা দেয়া হচ্ছে। তাদের ওপর চালানো হচ্ছে নানা নির্যাতনও।

তবে যুক্তরাজ্যের চীনা দূতাবাস এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, চীনের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে।

ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) নামে সাংবাদিকদের একটি গোষ্ঠী সরকারি তথ্যগুলো ফাঁস করে। আইসিআইজের সঙ্গে কাজ করছে ১৭টি মিডিয়া পার্টনার, যার মধ্যে আছে বিবিসি প্যানারোমা এবং ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানও।

অনুসন্ধানে দেখা যায়, গত তিন বছর ধরে জিনজিয়াংয়ের একাধিক এলাকায় এসব ডিটেনশন ক্যাম্প গড়ে তোলা হয়েছে। চরমপন্থা থেকে উইঘুরদের দূরে রাখতে তাদের চীনা জাতীয়তাবাদ ও সংস্কৃতি শিক্ষা দিতে এসব ক্যাম্প গড়ে তোলা হয়েছে বলে দাবি করে থাকে বেইজিং।

অন্তত ১০ লাখ মানুষকে কোনো ধরনের অভিযোগ ছাড়া ডিটেনশন ক্যাম্পগুলোতে আটকে রাখা হয়েছে বলে ধারণা করছে আইসিআইজে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ