শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ইহুদিকে ধর্মীয় আক্রমণ; প্রতিবাদ করে মানবতার দৃষ্টান্ত স্থাপন মুসলিম নারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনে মেট্রোরেলে আরোহনকারী একজন ইহুদি ব্যক্তি ধর্মীয় আক্রমণের শিকার হয়েছেন। ইহুদির সঙ্গে সেসময় তার শিশুবাচ্চা ও পরিবার ছিল।

রয়টার্স জানিয়েছে, ইহুদি ধর্মাবলম্বী হওয়ায় তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে গালি দিয়েছেন ওই রেলের-ই কট্টরপন্থী আরেকজন আরোহী। আর পরিবার ও ছোট্ট শিশুর সামনে ইহুদিকে এরূপ অকথ্য ধর্মীয় আক্রমণ সহ্য করতে পারেননি তাদের পাশে আরোহন করা হিজাব পরিহিতা মুসলিম নারী আসমা। ইহুদির সঙ্গে অসদাচরণের বিরোধিতা করে আক্রমণকারীর একহাত নেন তিনি।

রবিবার আল জাজিরা জানিয়েছে, ইহুদির প্রতি ধর্মীয় আক্রমণের প্রতিবাদ জানিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন মুসলিম নারী আসমা। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তাতে হাজার মানুষের স্তুতি ব্যাক্যে ভাসছেন তিনি। তাদের অনেকে বলেছেন, প্রতিবাদ করে হিজাবি নারী মানবতার দৃষ্টান্ত দেখিয়েছেন।

আল জাজিরার খবরে জানানো হয়, মেট্রোরেলে আরোহী ক্যাপ পরিহিত ইহুদি লোকটি নিজ আসনে বসে পবিত্র ইঞ্জিল (!) শরীফ পাঠ করছিলেন। কট্টরপন্থী লোকটি তিনি এবং তার শিশু পুত্রের দিকে তেড়েফুঁড়ে আসেন এবং উচ্চস্বরে তাদেরকে গালি দিতে থাকেন। গালির একপর্যায়ে ইহুদিকে 'দাজ্জাল ও আদম ব্যবসায়ী' বলেও আক্রমণ করেন লোকটি। ঠিক এসময়ই পাশে থাকা মুসলিম নারী আসমা আক্রমণকারীকে শিশুর সামনে তার পিতাকে এভাবে হেনস্থা না করার আহবান জানান এবং ইহুদির সঙ্গে এমন আচরণের কঠোর বিরোধিতা করেন তিনি। বলেন, এসব অভ্যাস মানবতাবিরোধী।

ভিডিওটি ইউটিউবে আপলোড হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাহসিকতার জন্য প্রশংসার বন্যায় ভাসানো হচ্ছে আসমা শুয়েইখ নামের ওই নারীকে।

এ সম্পর্কে আসমা বলেন, 'যদি সবাই এগিয়ে আসতো, তবে আমার এতটা ঝুঁকি নিয়ে প্রতিবাদ করতে হতো না। কিন্তু দুই বাচ্চার মা হিসেবে আমি বুঝি, নিপীড়িত শিশু দুটি কি অসহনীয় মূহুর্ত পার করছিল। এমন পরিস্থিতিতে আপনি কখনই বসে বসে শুধু চেয়ে থাকতে পারেন না। আমি বুঝতে পারছিলাম, তখনই কিছু একটা করতে হবে, নয়তো পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছিল।'

আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ