আওয়ার ইসলাম: সৌদি আরব থেকে আরও ১২৫ বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। ফেরত আসা অনেকেই বলছেন, তাদের আকামাসহ কাজের অনুমতিপত্র থাকার পরেও জোর করে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ বিমানযোগে দেশে ফেরেন তারা। এ নিয়ে নভেম্বরের তিন সপ্তাহে ২ হাজার ৬১৫ বাংলাদেশি দেশে ফিরলেন।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাকের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১০ মাসে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২১ হাজার বাংলাদেশি।
বিপুল অর্থব্যয়ে সৌদি আরবে গিয়ে হঠাৎ করে ফেরত পাঠানোয় শ্রমিকদের অনেকেই তাদের আর্থিক ক্ষতির মুখে সর্বশান্ত হয়ে যাওয়ার কথা বলেন।
ফেরত আসা বাংলাদেশিদের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করে।
আরএম/