আওয়ার ইসলাম: বায়তুল মুকাদ্দাস বা জেরুসালেম আল-কুদস শহরের ফিলিস্তিনি গভর্নর আদনান কায়েসকে নিজ বাসভবন থেকে ধরে নিয়ে গেছে কয়েকজন ইসরায়েলি সেনা।
ইতোমধ্যে আদনান কায়েসকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সেনারা।
এ বিষয়ে ইসরায়েলি সেনাদের একজন মুখপাত্র আজ শুক্রবার (২২ নভেম্বর) বলেছেন, বায়তুল মুকাদ্দাস শহরে ফিলিস্তিনিদের তৎপরতার দায়ে কায়েসকে আটক করা হয়েছে।
তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আদনান কায়েসের সম্পৃক্ততা রয়েছে কিনা সে ব্যাপারে কিছুই বলতে পারেননি ওই মুখপাত্র।
২০১৮ সালের জুন মাসে বায়তুল মুকাদ্দাস শহরের ফিলিস্তিনি মুসলমান অধ্যুষিত অংশের গভর্নর হিসেবে নিয়োগ পান আদনান কায়েস।
তাকে আটকের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত ১৪ অক্টোবর ইসরায়েলি সেনারা আদনান কায়েসকে তার বাসভবন থেকে আটক করেছিল।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। জেরুসালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল।
অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। মুসলিমদের প্রথম কিবলা ছিল আল-আকসা।
-এটি