আওয়ার ইসলাম; ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে মার্কিন প্রশাসন এটাকে অবৈধ বলে এলেও এবার সেটাকে বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস মার্কিন প্রশাসনের অবস্থান পরিবর্তনে উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থান পরিবর্তন করায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা ব্যাহত হবে। খবর দ্য টাইমস অব ইসরায়েল-এর।
পোপ ফ্রান্সিস আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের জন্য যেটুকু সীমানার স্বীকৃতি দেবে তার ভেতরেই যেন তারা শান্তিপূর্ণভাবে থাকে। এটাকেই আমি সমর্থন দেব। একইভাবে ফিলিস্তিনি জনগণকেও তাদের অধিকার দিতে হবে।
প্রসঙ্গত, সোমবার ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে বৈধ ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪০ বছরের পুরোনো অবস্থান পরিবর্তন করেন তিনি।
ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়। মার্কিন প্রশাসন ফিলিস্তিনে ইসরায়েলি বসতির বৈধতা দেওয়ার পর এই ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে কানাডা। আগে তারা ইসরায়েলের পক্ষ নিলেও এখন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে দেশটি।
আরএম/