আওয়ার ইসলাম:উত্তর ইউরেশিয়ার পরাশক্তি খ্যাত রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় ইস্যুতে এবার তুরস্কের পর মিশরকেও হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি সমৃদ্ধ করতে ইতোমধ্যে রাশিয়ান যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে মিশর। যে কারণে রুশ কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিটি এগিয়ে নিলে কায়রোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ হবে বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন।
সোমবার (১৮ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অনুষ্ঠিত এয়ার শোতে অংশ নিয়েছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্লার্ক কুপার। যেখানে তিনি বলেন, ‘যুদ্ধ সরঞ্জাম ক্রয় ইস্যুতে মিশরকে অবশ্যই রাশিয়ার সঙ্গে চুক্তি বাতিল করতে হবে। নয়তো ভবিষ্যতে তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ হতে পারে।’
তিনি আরও বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র এবং মিশর দীর্ঘ দিনের মিত্র। যে কারণে বহু বছর যাবত কায়রোকে শত শত কোটি ডলারের আর্থিক ও সামরিক বিনিয়োগ করে আসছে ওয়াশিংটন। তাছাড়া মিশরীয় বাহিনীর হাতে রয়েছে আমাদের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান।’
এর আগে চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার কাছ থেকে ২০টিরও অধিক এসইউ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের জন্য মোট ২০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছিল মিশর। যা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে ট্রাম্প প্রশাসন।
আরএম/