আওয়ার ইসলাম: রাজশাহীতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ সব পরিবহন স্বাভাবিকভাবেই চলছে। তবে অনেক জেলা থেকে রাজশাহীতে গাড়ি প্রবেশ না করায় গাড়ির সংখ্যা কম।
বুধবার সকাল থেকে রাজশাহীর বিভিন্ন রুটে সীমিত সংখ্যক বাস চলতে দেখা গেছে।
মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন জানান, শ্রমিকরা নিজে থেকেই নতুন আইন সংশোধনের দাবিতে গাড়ি নিয়ে বের হতে চাননি। পরে তাদের বের হতে আহ্বান জানালে তারা বেরিয়ে আসেন। তবে যাদের গাড়ির কাগজপত্র নেই তারা রাস্তায় বের হচ্ছেন না। উত্তরের অনেক জেলায় ধর্মঘট চলতে থাকায় সেসব জেলার গাড়িও আসছে না। এসব কারণে গাড়ি কম চলছে সড়কে। ফলে যাত্রীদের চাপ সামলাতে গাড়িগুলো হিমসিম খাচ্ছে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর সোমবার থেকে আইনটি প্রয়োগ শুরু করে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)। এরপর থেকেই দেশের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকেরা।
-এএ