শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

শেকৃবির হল থেকে গাঁজাসহ বহিরাগত যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবাব সিরাজউদ্দৌলা হল থেকে গাঁজাসহ এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাকে শেরেবাংলানগর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রশাসন জানায়, আটক যুবক শেকৃবির ৭৬তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম তুরানের আশ্রয়ে তার রুমে অবস্থান করছিলেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী বলে পরিচিত তুরান মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইছাক গণমাধ্যমকে বলেন, গোপন সূত্রে জানতে পারি, নবাব সিরাজউদ্দৌলা হলের ৭০৩ নম্বর রুমে মাদকদ্রব্য আছে। সেখানে মাদক বেচাকেনা হয়—এমন তথ্য আগেও পেয়েছি। সোমবার দুপুর দেড়টায় ওই রুমে তল্লাশি চালিয়ে হাবিবুর রহমান (৩৪) নামের এক বহিরাগত যুবককে গাঁজাসহ আটক করা হয়।

হাবিবুর জানান, তিনি তুরানের মামাতো ভাই। দুই মাস ধরে তিনি তুরানের রুমে থাকছেন।

হলের বেশ কয়েকজন আবাসিক শিক্ষার্থী ও নিরাপত্তাকর্মী জানান, তুরান ২০১৭ সাল থেকে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় গাঁজা ও ইয়াবার কারবার করে আসছেন। আগে সরাসরি তুরান এসব বেচাকেনা করলেও মাস দেড়েক আগে কৌশল বদলান। এখন হাবিবুরের সহযোগিতায় এসব করছেন।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইছাক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফরহাদ হোসাইন জানিয়েছেন, অবৈধভাবে বহিরাগতকে কেন হলে রাখল—এ বিষয়ে তুরানকে জবাবদিহির আওতায় আনা হবে। জবাব যৌক্তিক না হলে তাকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ