আওয়ার ইসলাম: সিলেটের বালাগঞ্জে লবণের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়ায় বিভিন্ন বাজারে হুমড়ি খেয়ে লবণ কিনছে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। অনেকেই অতিরিক্ত দামে লবণ কিনছে।
লবণ বেশি দামে বিক্রির খবর পাওয়ার পর সোমবার মধ্যরাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব তাৎক্ষণিকভাবে বালাগঞ্জ বাজার মনিটরিংয়ে নামেন।
লবণের দাম বাড়ার গুজবে কান না দিতে মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে মুরার বাজার, পশ্চিম গৌরীপুরের আজিজ পুর বাজারে মাইকিং করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত দামে লবণ বিক্রির অনুরোধ জানিয়ে বলেন, গুজবে কান দিবেন না। দেশের সব জায়গায় প্রচুর পরিমাণ লবণ মজুদ আছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক কেজি, আধা কেজির উপর লবণ বিক্রি না করতে বিক্রেতাদের কাছে তারা আহ্বান জানান।
নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা নিলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেন।
লবণের দাম বেশি চাইলে অভিযোগ করার আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিসিক। এছাড়া বিভিন্ন জেলার জেলাপ্রশাসক ও মহানগর পুলিশও একই আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে ও নিজস্ব ওয়েবসাইটে এ আহ্বান জানিয়েছে প্রশাসন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লবণের দাম নির্ধারিত দামের চেয়ে বেশি চাইলে ০২-৫৫০১৩২১৮, ০১৭৭৭-৭৫৩৬৬৮, ০১৬২৪২৭৬০১২ বা ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলেছে। এছাড়া ই-মেইল করতে পারেন: [email protected] ঠিকানায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জরুরি সেবা নম্বর ৯৯৯-এ অভিযোজ জানানোর অনুরোধ জানিয়েছে। এছাড়া, নিকটস্থ থানায় ফোন করেও অভিযোগ করা যাবে।
মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে লবণের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে সঙ্কটের আশঙ্কায় মানুষ প্রচুর পরিমাণে লবণ কিনতে শুরু করেন। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে লবণ বিক্রি করেছেন।
লবণের দাম বাড়া সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এদিকে, মঙ্গলবার তথ্য অধিদপ্তর থেকে জারি করা এক প্রেসনোটে বলা হয়েছে, লবণ নিয়ে পরিকল্পিতভাবে দেশে গুজব ছড়ানো হচ্ছে। দেশে লবণের কোনো ঘাটতি নেই।
এতে বলা হয়, লবণ নিয়ে কিংবা অন্য কোনো বিষয়ে কোনো ব্যক্তি বা মহল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য যে কোনোভাবে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বিসিক প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোলরুম খুলেছে। নম্বর ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯ (সেল ফোন)।
আরএম/