আওয়ার ইসলাম: পেঁয়াজের লাগামহীন অব্যহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ১৯ নভেম্বর মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাজার নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের ব্যর্থতার প্রতিবাদে এ গণমিছিল কর্মসূচি হাতে নিয়েছিল দলটি।
ইসলামী আন্দোলন সূত্রে জানা গেছে, প্রথমে বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিলের অনুমতি চাওয়া হলে পুলিশ অস্কীকৃতি জানায় এবং প্রেসক্লাবের সামনে গণমিছিলের অনুমতি দেয়। মিছিল শুরু হওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে রওনা হলে পুলিশ বাধা দেয় এবং মিছিল শেষ করতে বলে। পুলিশের বাধায় দোয়া-মোনাজের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে দলটি।
এর আগে, গত শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের মজলিসে আমেলার সভায় গণমিছিল কর্মসূচির সিদ্ধান্ত হয়।
আরএম/