আওয়ার ইসলাম: নেত্রকোণার কেন্দুয়ায় নির্ধারিত মূল্যের বেশি দামে লবণ বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে এক লাখ ৬০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দুয়া সদর বাজার এবং রামপুর ও বেখৈরহাটি বাজারে এ অভিযান চলে।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম। এ সময় আদালতকে সাহায্য করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান।
অভিযানে কেন্দুয়া বাজারের বানিজ্যালয়ের লবণ ডিলার বাচ্চু মিয়াকে ৭০ হাজার, রামপুর বাজারের মুজাহিদ স্টোরের মালিককে ২০ হাজার, বেখৈরহাটি বাজারের ব্যবসায়ী শাহীন মিয়াকে ৫০ হাজার এবং একই বাজারের ব্যবসায়ী আরশাদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সম্পর্কে ইউএনও আল ইমরান রুহুল ইসলাম বলেন, ‘অভিযান এখনও চলছে। গুজবে কান না দেওয়ার জন্য সকলকে আহবান জানান।’
ওসি রাশেদুজ্জামান বলেন, ‘গুজবকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
প্রসঙ্গত, আজ সকালে গুজব উঠে প্রতি কেজি লবণের মূল্য ৫০ থেকে ১০০ টাকা হয়ে গেছে। লবনের অনেক ঘাটতি দেখা দিয়েছে। এমন গুজব ছড়িয়ে পড়লে সকাল থেকেই কেন্দুয়া বাজারসহ আশপাশের বাজারের দোকানগুলোতে লবণ কিনতে ক্রেতার ভিড় পড়ে যায়।
-এএ