আওয়ার ইসলাম: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার দুর্গম বালুমুড়া মারমা পাড়া এলাকায় আঞ্চলিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় দেড় ঘন্টা গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজস্থলী উপজেলার দূর্গম বালুমুড়া মারমা পাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে। তবে কোন কোন গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যা নাগাদ রাজস্থলী উপজেলার দুর্গম বালুমুড়ার মারমা পাড়ায় আঞ্চলিক দলের মধ্যে প্রায় দেড় ঘন্টা ধরে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আমরা খবর পাওয়া মাত্র এলাকায় উদ্দেশ্যে ফোর্স নিয়ে রওনা হয়েছি। দূর্গম এলাকা হওয়ায় ঘটনার বিস্তারিত এলাকায় গিয়ে জানাতে পারবো।
তবে স্থানীয় একটি সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) গ্রুপের মধ্যে অন্তকোন্দলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন তারা।
আরএম/