আওয়ার ইসলাম: ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত বেপরোয়া গতির অটোবাইক চাপায় জায়েদা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার মাইজবাড়ি-বারইহাটি সড়কের বাঙ্গালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা অটোবাইকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লংগাইর গ্রামের মৃত কাজিম উদ্দিনের স্ত্রী জায়েদা খাতুন মাইজ বাড়ি-বারইহাটি সড়ক দিয়ে আত্মীয় বাড়ি থেকে পায়ে হেটে নিজ বাড়ি যাওয়ার সময় বাঙ্গালকান্দি এলাকায় ব্যাটারিচালিত বেপরোয়া গতির একটি অটোবাইক পেছন দিক থেকে চাপা দেয়।
এতে জায়েদা খাতুন গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন অটোবাইকটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে জায়েদা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, বৃদ্ধা জায়েদা খাতুন বার্ধক্যজনিত কারণে কানে কম শোনতেন। রাস্তার পাশ দিয়ে আসার সময় অটোবাইকটি তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন অটোবাইকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
পাগলা থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-এএ