শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আলিফ হত্যায় ৩১ জনের নামে মামলা করলেন তার বাবা সাড়ে তিন মাসে পাগলা মসজিদের দানবাক্সে ২৯ বস্তা টাকা ১০ দিনের সফরে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল ‘যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে’ জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

নিখোঁজের ২ দিন পর মেডিকেল ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিখোঁজের দুইদিন পর নয়ন চন্দ্র দে (২৪) নামে ফরিদপুর মেডিকেল কলেজের (ফমেক) পঞ্চম বর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সকালে শহর সংলগ্ন মুন্সিবাজার বাইপাস সড়কের পাশে একটি স মিল থেকে গলায় দড়ি ঝুলানো অবস্থায় নয়নের লাশ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে হোস্টেল থেকে বেরিয়ে নিখোঁজ ছিল নয়ন। মানসিকভাবে বিপর্যস্ততার কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নয়নের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর এলাকায়। তার বাবার নাম মৃত দিলীপ চন্দ্র নাথ। গত শুক্রবার নয়নের নিখোঁজের ব্যাপারে ফমেক কর্তৃপক্ষের তরফ থেকে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এসএম খবিরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার নয়নের পরীক্ষা ছিল। কিন্তু সে অনুপস্থিত ছিল। দুপুর ১টার দিকে ছাত্ররা আমাকে জানায় নয়নকে পাওয়া যাচ্ছে না। পরে সিসি টিভি ফুটেজে দেখা যায় সকাল ৯টার দিকে থ্রি কোয়ার্টার একটি প্যান্ট ও টি শার্ট পড়ে ছাত্রাবাস থেকে বের হয় নয়ন। এ সময় তার মোবাইল ফোন ও মানিব্যাগ রুমে রেখে যায়।

এ ব্যাপারে কোতোয়ালী থানার এসআই এনায়েত হোসেন বলেন, সকাল ৯টার দিকে মুন্সিবাজার বাইপাস সড়কে একটি স মিল থেকে নয়নের লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে এটি আত্মহত্যা কিনা।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ