শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আলিফ হত্যায় ৩১ জনের নামে মামলা করলেন তার বাবা সাড়ে তিন মাসে পাগলা মসজিদের দানবাক্সে ২৯ বস্তা টাকা ১০ দিনের সফরে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল ‘যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে’ জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতার পরিবারের উপর কিশোরগ্যাং এর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: কিশোরগঞ্জ সদর সতাল নোয়ানগর এলাকায় কিশোরগ্যাং হামলার ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার বিকালে সতাল নোয়ানগর এলাকায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আবু নাছের বায়তুল এর বাসায় হামলা হয়েছে বলে জানা যায়।

ছাত্রলীগ নেতা আবু নাসির বায়তুলের ফুফাতো ভাই রবিনের সাথে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী এলাকা ভট্টাচার্য এলাকার রাকিব, ওমাই, জনি, নিজামসহ ৪০ থেকে ৫০ জনের একটি কিশোরগ্যাং দেশীয় অস্ত্রসহ তার পরিবারের উপর হামলা করে।

রবিন বলেন, গত বৃহস্পতিবার ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে একটি ঝামেলার সৃষ্টি হয়। পরে এটি মীমাংসাও হয়ে যায়। কিন্তু মীমাংসীত বিষয়টি নিয়ে তারা আমার মামাতো ভাইয়ের বাসায় হামলা করে।

তাতে রবিনের বড় ভাই মিজানসহ আরও দুজন আহত হন। পরে ঘটনার দিন রাতেই কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন আবু নাসির বায়তুলের ছোট ভাই মো. রবিন।

জানা যায়, রবিনসহ তার পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ করে প্রাণে রক্ষা পায়। সন্ত্রাসীরা অকথ্যভাষায় গালিগালাজ করে। এ সময় খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র দিয়ে তার বাড়িঘর, মোটরসাইকেল কুপিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি করে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকাবাসি এ কিশোরগ্যাংদের বিরুদ্ধে সুষ্ঠু নিরপেক্ষ বিচার চান।

সদর থানার এসআই আমিরুল জানান এই ঘটনাটি যেভাবে ঘটেছে সে বিষয়ে ভাল ভাবে পদক্ষেপ নিচ্ছি আমরা। ক্ষতিয়ে দেখছি এর পিছনে কাদের হাত আছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ