শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আলিফ হত্যায় ৩১ জনের নামে মামলা করলেন তার বাবা সাড়ে তিন মাসে পাগলা মসজিদের দানবাক্সে ২৯ বস্তা টাকা ১০ দিনের সফরে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল ‘যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে’ জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্যবসায়ীর ২০ লাখ টাকা ফেরত দিলেন বগুড়ার রিকশাচালক লাল মিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার রিকশাচালক লাল মিয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০ লাখ টাকা পেয়েও মালিককে ফিরিয়ে দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন সততার কাছে টাকার কোনো মূল্য নেই।

আজ শুক্রবার সকাল ৭টার ঘটনা। বগুড়ার ব্যস্ততম এলাকা সাতমাথা। সার ব্যবসায়ী রাজীব প্রসাদ বগুড়া শহরের জ্বলেশ্বরীতলার ভাড়া বাসা থেকে রিকশাযোগে শহরের সাতমাথায় আসেন। তার কাছে ছিল ৩টি হাত ব্যাগ। যার একটিতে ছিল প্রায় ২০ লাখ টাকা।

রাজীব প্রসাদ জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারে রাসায়নিক সারের ব্যবসা করলেও সপরিবারে বগুড়া শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

তিনি ভুলবশত রাজশাহী যাবার তাড়ায় রিকশাতেই ফেলে যান টাকা ভর্তি ব্যাগটি। এরপর তিনি গাড়িতে উঠে বিষয়টি টের পেয়ে সাতমাথায় রিকশাচালককে খুঁজতে থাকেন। কিন্তু না পেয়ে সদর থানায় বিষয়টি অবহিত করেন।

অপরদিকে রিকশাচালক রাজীবকে খুঁজে না পেয়ে শহরের খান্দারের ভাড়া বাসায় টাকা রেখে পুনরায় তাকে খুঁজতে থাকেন। এ সময় পুলিশ অন্যান্য রিকশাচালকদের সহায়তায় লাল মিয়াকে সিসি টিভি ফুটেজ দেখে খান্দার গিয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করেন এবং তার বাড়িতে নিয়ে গিয়ে ব্যবসায়ীকে টাকা ফেরত দেন।

লাল মিয়া ভাড়ায় রিকশা চালান। পুলিশ তাকে একটি নতুন রিকশা উপহার দেয়ার অনুরোধ করলে তাতে রাজি হন রাজীব। আগামী রোববার লাল মিয়ার হাতে তুলে দেয়া হবে একটি রিকশা ও একটি মোবাইল ফোন।

বগুড়া সদর থানার এসআই জহুরুল ইসলাম বলেন, ‘আজও সমাজে ভালো মানুষ আছেন। মহানুভবতার পরিচয় দেন, লাল মিয়া তাদেরই একজন।’

পরে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে রাজীব প্রসাদের হাতে তার হারানো প্রায় ২০ লাখ টাকা তুলে দেন। এ সময় পুলিশ ও রিকশাচালককে ধন্যবাদ জানান রাজিব।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ