আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ১। ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে ৭ দশমিক ১ এই ভূমিকম্প দেশটির পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশের উত্তরের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা সুনামি সতর্কতা জারি করে লোকজনকে সমুদ্র সৈকত থেকে দূরে অবস্থানের জন্য আহ্বান জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, তেরনাতে উপকূলীয় শহর থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ৪৫ কিলোমিটার।
তেরনাতে এলাকায় ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে। সে সময় ঘুমিয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা বাড়ি-ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল প্যাসিফিক রিং অব ফায়ারের (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) ওপর অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই বড় ধরনের ভূমিকম্প হয়। গত বছর মালুকুর পশ্চিমে সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে পালু শহর বিধ্বস্ত হয়। ভূমিকম্পের পর শহরটিতে সুনামি আঘাত হানে। এতে চার হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়।
এর আগে ২০০৪ সালে সুমাত্রা দ্বীপের উপকূলে সাগরের তলদেশে সংঘটিত এক ভূমিকম্পে পর সৃষ্ট সুনামিতে ভারত মহাসাগরের উপকূলজুড়ে ১৪টি দেশের দুই লাখ ২৬ হাজার লোক নিহত হয়েছিলো, তাদের মধ্যে এক লাখ ২০ হাজার জন ছিল ইন্দোনেশিয়ার। সূত্র: আল-জাজিরা
-এএ