শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


গৌরনদীতে মাদরাসা বিলীন, খোলা আকাশের নিচে কুরআন পাঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশসহ কয়েকটি দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে জেলার গৌরনদী উপজেলার উত্তর দিয়াশুর পীর দুদু মিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা ভবন।

এ ঘটনায় মাদরাসার ২৫০ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে। মাদরাসা ভবন বিধ্বস্ত হওয়ার পরেও খোলা আকাশের নিচে কুরআন পাঠসহ, ক্লাস অব্যাহত রেখেছেন শিক্ষকরা।

সূত্র মতে জানা গেছে, ১৯৮৪ সালে উত্তর দিয়াশুর স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাটি চালু হওয়ার পর থেকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা দিয়ে আসছেন মাদরাসার ১০ জন শিক্ষক। মাদরাসাটি এলাকার মানুষের দান অনুদানে চললেও ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে মাদরাসার টিন সেটের ভবনের ওপর বিশাল আকৃতির দুটি গাছ উপরে পরে কক্ষগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

গত মঙ্গলবার সকাল থেকে খোলা আকাশের নিচেই পাঠদান শুরু করেছে শিক্ষকরা। মাদরাসাটি চালু রাখতে এলাকার বিত্তবানদের প্রতি আহ্বান করেছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, সদ্য এমপিওভুক্ত হওয়া একই উপজেলার ইল্লার গাইনেরপাড় এলাকার মাদরাসা ভবনও ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ