আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, ইমরান খান যদি পদত্যাগ করতেন তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়ত না। লোকজন আনন্দচিত্তে ঘরে ফিরে যেতো।
ডেইলি পাকিস্তান জানায়, পাকিস্তানের জাতীয় পরিষদের পাঞ্জাব সদস্য চৌধুরী পারভেজ এলাহী ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান ইসলামাবাদে এক জরুরি বৈঠক করেন। বৈঠকে আজাদি আন্দোলন, অবরোধ বিষয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে মাওলানা ফজলুর রহমান বলেন, তার আজাদি মার্চ
এখনও চলছে এবং এখন এটি এক জায়গা থেকে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। তিনি আরো বলেন, ইমরান খান পদত্যাগ করলে দেশে এ বিক্ষোভ অনুষ্ঠিত হতো না, পুরো দেশে এ আন্দোলনও ছড়িয়ে পড়তো না।
মাওলানা ফজলুুর রহমান বলেন, তিনি পনেরো মিলিয়ন মানুষ একত্রিত করেছেন। মিছিল আজাদি মার্চে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। আমরা আমাদের কর্মীদের অবরোধের সময় মানুষের জীবনের ক্ষয়-ক্ষতি না করার আদেশ দিয়েছি। জনসাধারণের সমস্যার বিষয় যত্নশীল হওয়ার নির্দেশনা দিয়েছি।
আমরা চাই না দেশের পরিস্থিতি খারাপ হোক। আমরা দেশের জন্যই এ আন্দোলন করছি। আমাদের পক্ষে দেশের জনগণ আছেন, থাকবেন।
বৈঠকে চৌধুরী পারভেজ এলাহীও আজাদি মার্চ চলাকালীন সময়ে শৃঙ্খলার প্রশংসা করেছেন।
ডেইলি পাকিস্তান অবলম্বনে আবদুল্লাহ তামিম
-এটি