আওয়ার ইসলাম: ইসালামি বক্তা ও টিভি উপস্থাপক মাওলানা তারেক মনোয়ারসহ তিন প্রসিদ্ধ বক্তার ওয়াজ মাহফিলসহ সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে কুমিল্লা জেলা প্রশাসন। ওয়াজ-মাহফিলে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।
গত সোমাবার ১১ নভেম্বর কুমিল্লা জেলা আইনশৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এই সিদ্ধান্ত গ্রহণের কথা জানান। নিষিদ্ধের তালিকায় তারেক মনোয়ার ছাড়া আরও দুই বক্তার নাম হলো, মাওলানা আবদুর রাজ্জাক বিন ইউসুফ এবং মাওলানা জসিম উদ্দিন।
জেলা আইনশৃংখলা কমিটির সভার সভাপতি জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘এই তিনজন দীর্ঘ কয়েক বছর ধরে ওয়াজের নামে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে আসছেন। তাদের ওয়াজে ইসলামের আদর্শ এবং দেশপ্রেম প্রচারের চেয়ে উগ্রবাদ প্রকাশ পায় বেশি, তাই তাদের ওয়াজ কুমিল্লায় নিষিদ্ধ করা হলো।’
জেলা প্রশাসক আরো বলেন, ‘কিছু বক্তা মাহফিলে বিভ্রান্তিকর বক্তব্য রাখেন। বিশৃঙ্খলা ছড়াতে উস্কানিমূলক কথাবার্তা বলেন। এ ধরনের বক্তাদের কিছুতেই ওয়াজ করতে দেয়া যাবে না। ইতোমধ্যেই আমরা এমন তিনজনের তালিকা করেছি। এ তিনজন কোনো মাহফিলে বক্তব্য দিতে পারবেন না। বিভ্রান্তি ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন এমন বক্তাদের চিহ্নিত করে এ তালিকা আরো বড় করা হবে।’
সভায় উপস্থিত কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের মানুষ সহজ-সরল ও অত্যন্ত ধর্মপ্রাণ। তাদের সরলতার সুযোগ নিয়ে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কোনো কোনো বক্তা ইসলামের ভুল ব্যাখ্যা উপস্থাপন করেন এবং শান্তিময় পরিবেশ নষ্ট করার করেন। এসব ওয়ায়েজদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাই যথাযথ অনুমতি নিয়ে ওয়াজ-মাহফিলের আয়োজন করতে হবে।’
-ওএএফ