আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘চট্টগ্রামে যখন দেখি আওয়ামী লীগই আওয়ামী লীগের শত্রু, তখন কষ্ট লাগে, দুঃখ পাই’।
আজ বুধবার চট্রগ্রামে প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ স্মরণসভায় তিনি বলেন, চট্টগ্রামে মাঝেমধ্যে তুচ্ছ কারণে অবাঞ্ছিত ও অপ্রীতিকর ঘটনা ঘটে। নিজেরাই নিজেদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আর এটাই চট্টগ্রাম আওয়ামী লীগের বড় দুর্বলতা।
নেতাকর্মীদের ওপর বিরক্তি প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, গুটিকয়েক লোকের জন্য গোটা দল বদনামের ভাগীদার হউক, তা হতে দেয়া হবে না। দলে কোনো দূষিত রক্তের দরকার নেই। আওয়ামী লীগ পরিবর্তন চায়। তবে এমন পরিবর্তন চায় না, যে পরিবর্তন দলকে শিকড় থেকে বিচ্ছিন্ন করে দেয়।
তিনি বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাকশন শুরু হয়ে গেছে। যারা দলের মধ্যে অন্তঃকলহ, দুর্নীতি, টেন্ডারবাজি, ভূমি দখল, মাদক ব্যবসাসহ অপকর্মে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগের ত্যাগী নেতাদের পরিশ্রম বৃথা যেতে পারে না।
আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মৃতিচারণ করতে গিয়ে কাদের বলেন, তিনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো জনগণের জন্য রাজনীতি করেছেন। কখনোই রাজনীতিকে কেনাবেচার পণ্য মনে করেননি। কিন্তু অনেকে আজ তাই করছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম ও সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
-এটি