আওয়ার ইসলাম: নূর হোসেনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। বুধবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন জাতীর কাছে ক্ষমা চান তিনি।
নিজের ভুল বুঝতে পেরে তিনি বলেন, আমি কোনো রকমের ভুল করে থাকলে, আমি ক্ষমা চাচ্ছি, নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। আমার কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। ইতোমধ্যে ক্ষমা চেয়ে নূর হোসেনের পরিবারকে চিঠি দেয়া হয়েছে। জাতির পিতাকে নিয়ে কোনো মন্তব্য করে থাকলেও তার জন্য ক্ষমা চাচ্ছি।
এর আগে, নূর হোসেনকে ‘ইয়াবাখোর, ফেন্সিডিলখোর’ বলে মন্তব্য করায় মশিউর রহমান রাঙ্গাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন নূর হোসেন মা মরিয়ম বেগম। সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রাঙ্গার মন্তব্যের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদী অবস্থান নেয় নূর হোসেনের পরিবারের সদস্যরা। এমনকি জাতীয় সংসদেও রাঙার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
প্রসঙ্গত, রোববার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের বনানী কার্যালয়ে 'গণতন্ত্র দিবস' উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মশিউর রহমান রাঙ্গা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ কাকে হত্যা করলেন। নূর হোসেন কে? নূর হোসেন কে? একটা অ্যাডিকটেড ছেলে। একটা ইয়াবাখোর, ফেন্সিডিলখোর।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বর্তমানের বিরোধী দল বিএনপি গণতান্ত্রিক দুই দলই নূর হোসেনকে নিয়ে নাচানাচি করে। বিভিন্ন পত্র-পত্রিকায় দেখবেন 'নূর হোসেন দিবস'। হুসেইন মুহাম্মদ এরশাদই সেই নূর হোসেন চত্বর করে দিয়েছেন।
নূর হোসেনকে নিয়ে জাপা মহাসচিবের এমন মন্তব্যের পরই দেশজুড়ে তোলপাড় শুরু হয়।
-এএ