আওয়ার ইসলাম: চট্টগ্রাম মহানগর যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এতে সিটি করপোরেশনের একজন কাউন্সিলরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মারামারি দেখে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বক্তব্য না দিয়ে সভাস্থল ছেড়ে যান।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর লালদীঘি মাঠে ওই সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর যুবলীগ। বিকেল ৪টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু।
যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের সঞ্চালনায় সভা শুরুর পর যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন বাচ্চু ও সৈয়দ মাহমুদুল হক, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ ও দেলোয়ার হোসেন খোকা বক্তব্য দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নগর যুবলীগের এক নেতা বলেন, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সিটি করপোরেশনের কাউন্সিলর মোবারক আলী একটি মিছিল নিয়ে সভায় এসেছিলেন।
প্রবেশের সময় যুবলীগ নেতা ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারীদের সঙ্গে গেটে ধাক্কাধাক্কি হয়। এর সূত্র ধরে পরে আবার মারামারি হয়েছে। এসব দেখে অনুষ্ঠান স্থল থেকে চলে যান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘সভায় দুই পক্ষে চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। এটা নিয়ে উত্তেজনা দেখা দিলে আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’
-এটি