আওয়ার ইসলাম: পুলিশ হেফাজতে নড়াইলে শিহাব মল্লিক নামে এক ব্যবসায়ীকে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিহাব মল্লিক (২৮) লোহাগড়া পৌর এলাকার গোপীনাথপুর গ্রামের এনামুল মল্লিকের ছেলে।
মঙ্গলবার লোহাগড়া থানার ওসি মুহা. মোকাররম হোসেনকে এ ঘটনায় প্রত্যাহার করে মেহেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মুহাম্মদ জসিম উদ্দিন জানান, প্রশাসনিক কাজে অবহেলার কারণে এ প্রত্যাহারাদেশ জারি করা হয়েছে।
শিহাব মল্লিক জানান, পারিবারিক বিরোধের জের ধরে গত ২ নভেম্বর তিনি তার ফুফাতো ভাইকে মারধর করেন। এতে মারধরের শিকার বদরুল মল্লিকের ছোট ভাই মনির মল্লিক তাকে এবং তার মাকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করে।
তিনি আরও জানান, মামলার পরদিন তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়। ওইদিন রাত ১১টা থেকে পরদিন সকাল পর্যন্ত এসআই নুরুস সালাম সিদ্দিক তার ওপর অমানবিক নির্যাতন চালান। নির্যাতনের পরিমাণ এতোই বেশি ছিল যে, কয়েকবার তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
ওইদিনই কিছুটা সুস্থ হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। পরে ৭ নভেম্বর জামিনে মুক্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান শেখকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
-এএ