শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

কাশ্মীরী নেতার আবেগপ্রবণ চিঠি ইমরান খানকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে একটি আবেগপ্রবণ চিঠি লিখেছেন জম্মু-কাশ্মীরভিত্তিক সংগঠন অল পার্টিজ হরিয়াত কনফারেন্স (এপিএইচসি) এর চেয়ারম্যান সৈয়দ আলি জিলানি।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, এ চিঠিতে পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ইমরান খানের উদ্দেশে একটি আবেগপ্রবণ চিঠি লিখেছেন সৈয়দ আলি জিলানি। এ চিঠিতে কাশ্মীরের পাশে থাকার জন্য পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

কাশ্মীরি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাশ্মীরের পাশে থাকার জন্য শুধু ইমরান খানকেই নয়, পাকিস্তানের জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন এপিএইচসি- এর চেয়ারম্যান। চিঠিতে জাতিসংঘে জম্মু-কাশ্মীরের পক্ষে কথা বলার জন্য ইমরান খানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

চিঠিতে লেখেন, এটাই সম্ভবত আপনাদের সঙ্গে আমার শেষ যোগাযোগ। বয়স বেড়ে যাওয়ায় এবং স্বাস্থ্যের অবস্থা খারাপ থাকায় আপনাদের সামনে হয়তো কখনোই আর বক্তব্য রাখতে পারব না।

কাশ্মীরের এই নেতা জানান, মোবাইল ফোন এবং ইন্টারনেটসহ সবধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। শিশু, বৃদ্ধ, কিশোর, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষার্থীসহ হাজার হাজার বাসিন্দাকে চূড়ান্ত নির্যাতন করা হচ্ছে।

জিলানি আরও লেখেন, ভারতীয় সেনারা নারীদের হেনস্তা করছে। অভিভাবকদের জিজ্ঞেস করা হচ্ছে যে, তাদের মেয়েদের বয়স কত। এমনকি তারা সবাইকে বলে বেড়াচ্ছে- কাশ্মীরি মুসলিম নারীদের শ্লীলতাহানিই তাদের উদ্দেশ্য।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ