আওয়ার ইসলাম: পাকিস্তানের রাজধানীতে ইসলামাবাদে চলমান আজাদী মার্চে অংশগ্রহণকারীরা শনিবার এইচ -৯ ভেন্যুতে 'সিরাতুন নবী সা.' সম্মেলন পালন করেছে।
সিরাত সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমরা ইতিহাসে এত বড় সিরাত সম্মেলন কখনো দেখিনি।
জমিয়ত প্রধান ছাড়াও এ সিরাত সম্মেলনে আন্তর্জাতিক অঙ্গনে প্রখ্যাত দাঈ-দরবেশ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব মাওলানা পীর যুলফিকার আহমদ নাকশবন্দি মুজাদ্দিদীও সিরাত সম্মেলনে অংশ নিয়েছিলেন। মাওলানা ফজলুর রহমানের পাশে বসে প্রায় ঘন্টাব্যাপী আলোচনা করেছেন তিনি।
আলোচনায় নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণের ওপর তাগিদ দেন মাওলানা পীর যুলফিকার আহমদ নাকশবন্দি মুজাদ্দিদী।
আজাদী মার্চে মাওলানা পীর যুলফিকার আহমদ নাকশবন্দি মুজাদ্দিদীর বয়ান (ভিডিও)
প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে হাজার হাজার বিক্ষোভকারী পাকিস্তানের রাজধানীতে একত্রিত হয়েছেন।
২৭ অক্টোবর সিন্ধু থেকে ছেড়ে আসা এই কাফেলাটি ৩১ অক্টোবর ইসলামাবাদে পৌঁছেছিল। এই আন্দোলনে বিরোধী নেতারা ক্ষমতাসীন পিটিআই সরকারকে পদত্যাগে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। এখন অবধি বেশ কয়েকটি বৈঠক সত্ত্বেও বিরোধীদল ও সরকারের মধ্যে আলোচনার কোনও ফল পেতে ব্যর্থ হয়েছে।
আরএম/