আওয়ার ইসলাম: আগামীকাল (রোববার) বাদ আছর বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেছেন, ভারতের সুপ্রীমকোর্ট কর্তৃক বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মানের রায় ঘোষণা করে ভারতের মুসলিমসহ সারা দুনিয়ার মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে।
তিনি আরও বলেন, এ রায় ঘোষণার মধ্য দিয়ে ভারত আবার প্রমান করলো, ভারত মুসলমানদের জন্য নিরাপদ আবাস্থল নয়। এ রায়ের মধ্য দিয়ে গোটা ভারতে মুসলিম হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টির আশংকা উড়িয়ে দেয়া যায় না। হিন্দুরা এখন বেপরোয়াভাবে যে কোনো মসজিদকে তাদের মন্দিরের স্থল দাবি করতে পারে বলে আশংকা করছি।
মাওলানা মাহফুজুল হক বলেন, মসজিদ নির্মানের জন্য পাঁচ একর জমি দিয়ে মুসলমানদের সাথে তামাশা করা হয়েছে। ১৯৯৩ সালে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে ঐতিহাসিক লংমার্চ হয়েছিলো। প্রয়োজনে বাংলাদেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে আবারো তীব্র আন্দোলন গড়ে তুলে ভারত সরকারকে চাপ প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, নির্বাহী সদস্য মুফতী হাসান মুরাদাবাদী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন প্রমূখ।
-এএ/আরএম