আওয়ার ইসলাম: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলমান আজাদী মার্চে অংশগ্রহনকারীদের মাঝে ত্রাণ পাঠানোর সিদ্বান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
বুধবার এক টুইট বার্তায় তিনি জানান, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে এবং পরিবর্তিত আবহাওয়ার পরিস্থিতিতে ধরনায় (অবস্থান কর্মসূচী) অংশগ্রহণকারীদের কী কী ত্রাণ ও সহায়তা দেওয়া যেতে পারে তা যাচাই করার জন্য আমি সিডিএ চেয়ারম্যানকে দ্রুত ধরনার স্থান পরিদর্শন করার নির্দেশনা দিয়েছি।
https://twitter.com/ImranKhanPTI/status/1191968069557600258?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1191968069557600258&ref_url=https%3A%2F%2Fwww.dawn.com%2Flive-blog%2F
প্রসঙ্গত, ইমরান খানকে হটাতে জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে দেশটির বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে। ওই আন্দোলনকে আজাদী মার্চ নামে অভিহিত করা হয়েছে।
রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন মাওলানা ফজলুর রহমান। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান অন্যান্য সব দাবি মানতে রাজি হলেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তবে চলমান আজাদী মার্চ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে সরকারের বিশেষ কমিটি ও বিরোধী দলগুলোর রাহবার কমিটি দফায় দফায় বৈঠক করছে।
আরএম/