আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের বাবুরাইল তাতিপাড়া এলাকায় ধসে পড়া ভবনের নিচ থেকে তিন দিন পর শিশু ইফতেখার আলম ওয়াজেদের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে শিশু ওয়াজেদের লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুপুর দুইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা ভবন কেটে নিচতলার ফ্লোরে পৌঁছালে লাশের সন্ধান পান। নিহত ওয়াজেদের লাশ ধসে পড়া ভবনের একটি বিমের নিচে আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দেয়ালের বিম কেটে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ওয়াজেদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, গত ৩ নভেম্বর বাবুরাইল তাতিপাড়া এলাকার চারতলা ভবনটি ধসে পড়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিহত শিশুর লাশ উদ্ধারের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুরতহাল সম্পন্ন করেন। পরে পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, ভবন ধসের ঘটনায় নিহতের মামা রনি বাদী হয়ে ভবনের মালিকদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অবহেলাজনিত কারণ ও বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণের অভিযোগ করা হয়েছে।
নিহতের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, একটি ঝড় এসে আমার ছেলেকে নিয়ে গেছে। গত তিন দিন সে পানির মধ্যে আটকে ছিল, আর আমরা কিছুই করতে পারিনি এ কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
মঙ্গলবার মাগরিবের পর শিশু ওয়াজেদের জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।
-এএ