ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
দারুল উলূম হাটহাজারীর সিনিয়র মুফতি ও মুহাদ্দিস আল্লামা জসীমুদ্দীনের সঙ্গে শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম হাটহাজারী আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী জনাব বারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এ সময় মুফতি জসীমুদ্দীন আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালি, কুমিল্লা, চাঁদপুর, বি-বাড়ীয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার তাবলীগের পুরোনো সাথীদের জোড় হাটহাজারীর চারিয়া ময়দানে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি এমপিকে জানানো এবং তাকে আমন্ত্রণ করা হয়৷
আলোচনায় তিনি আরও দুইটি বিষয় বাস্তবায়নের আহ্বান জানান, ১. হাটহাজারী বাসষ্ট্যান্ডের গোল চত্বরে প্রশাসনের উদ্দ্যোগে পবিত্র কুরআনের ভাস্কর্য নির্মাণ। ২. ফতেপুর আলাউর দিগী তালাবদ্ধ মসজিদটি মুসল্লিদের জন্য উন্মুক্ত করা।
আনিসুল ইসলাম মাহমুদ (এমপি) উপরোক্ত বিষয়ে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন- দারুল উলূম হাটহাজারীর সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াহইয়া, মাস্টার জাহিদুল ইসলাম, হাটহাজারী থানার ওসি জনাব বেলাল উদ্দীন জাহাঙ্গীর, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও তাবলীগ জামাআতের সাথীগণ।
-এটি