আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যর একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফীর সাথে নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়।
গতকাল শনিবার অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রম ও সামনের বিভিন্ন কর্মসুচি সম্পর্কে মুহতারাম আমিরকে অবহিত করা হয়।
আল্লামা শাহ আহমদ শফী সংগঠনের সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন ইমাম সম্মেলন ও ঢাকার দুদক মসজিদে সরকারী আমলাদের নিকট আক্বিদায়ে খতমে নবুওয়ত বিষয়ে ধারনা দেয়া ও তাদের নিকট ফ্রী বই পুস্তক বিতরন করায় সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে মাওলানা নুরুল ইসলাম নেত্রকোনায় কাদিয়ানীদের উপাসনালয় নির্মানের অপচেষ্টা ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেত্রকোনা জেলার আমির মাওলানা তাহের কাসেমীর নেতৃত্বে তা প্রতিরোধের ঘটনা অবহিত করেন। সেখানে বর্তমানে তাহাফফুজে খতমে নবুওয়তের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলার ব্যপারে কি করনিয়। সে সম্পর্কে দিক নির্দেশনা মুলক পরামর্শ গ্রহন করেন।
তাহাফফুজের আমির কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে সারা দেশে দ্রুত তাহাফফুজে খতমে নবুওতের জেলা ও বিভাগীয় কমিটি নবায়ন ও পুনর্গঠনের পরামর্শ দেন।এবং কাদিয়ানীরা সুকৌশলে তাহাফফুজে খতমে নবুওয়তের আন্দোলন দুর্বল করার বিভিন্ন চক্রান্তের ব্যপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন । এবং সংগঠনের সকলের জন্য দোয়া করেন।
বৈঠকে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আব্দুল কাইউম সোবহানী, মাওলানা জহুরুল ইসলাম, মাও আশিকুল্লাহ, দেওভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জীহাদি, তাহাফফুজে খতমে নবুওয়ত নারায়নগঞ্জ জেলার দায়ীত্বশীল মাও হারুনুর রশিদ, মুফতি মুসা,মাওলানা আব্দুল মালেক, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা মোরশেদ বিন নুর প্রমুখ
-এটি