আওয়ার ইসলাম: নীলফামারীতে জেএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল ১২শ পরীক্ষার্থী।
আজ শনিবার (২ নভেম্বর) সকালে জেলার ২৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের শিক্ষা শাখার তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল জেএসসিতে ২৮ হাজার ৫১৩ জন, জেডিসি ৫ হাজার ৪৪২ জন, দাখিল (ভোকেশনাল-৯ম শ্রেণি) ১৭৪ জন, এসএসসি (ভোকেশনাল-৯ম শ্রেণি) ২ হাজার ৩৪৫ জনসহ মোট ৩৬ হাজার ৪৭৪ জন।
এর মধ্যে জেএসসিতে ৬১১ জন, জেডিসি ৩৮৩ জন, দাখিল (ভোকেশনাল-৯ম শ্রেণি) ৩১ জন, এসএসসি (ভোকেশনাল-৯ম শ্রেণি) ১৮১ জনসহ মোট ১২শ ০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলাতে ১৪৪ ধারা জারিসহ প্রথম দিনের পরীক্ষা নকল মুক্ত ও কোনো প্রকার প্রশ্নফাঁসের গুজব ছাড়াই কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
-এটি