আওয়ার ইসলাম: জামালপুর শহরে দলবদ্ধ কুকুরের কামড়ে সাংবাদিকসহ ২৬ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে, জেলা হাসপাতাল ও পৌরসভায় ভ্যাকসিন না থাকায় আহতরা বিপাকে পড়েছেন বলে জানা গেছে। পরে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এসব রোগীদের চিকিৎসা দেয়া হয়।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় কামড়ের এ ঘটনা ঘটে।
এদিন শহরের পাঁচরাস্তা মোড়, সর্দারপাড়া, শেখের ভিটা, বগাবাইদ, কাচারি পাড়া, শাহাপুর, পাথালিয়া ও চন্দ্রা এলাকায় দলবদ্ধ হয়ে মানুষদের কামড়াতে থাকে কুকুরেরা।
কুকুরের কামড়ে আহতদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কুকুরের কামড়ে আহত হয়েছেন মেহেদী হাসান নামে এক সংবাদ কর্মী।
আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার ফয়সাল আহমেদ।
জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি এ বিষয়ে জানিয়েছেন, কুকুর নিধনে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তবুও আক্রান্তের সংখ্যা যেহেতু বাড়ছে, এ বিষয়ে আমরা ব্যবস্থা নেবো।
জামালপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার ফয়সাল আহমেদ বলেন, সকাল থেকেই কুকুরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সন্ধ্যা পৌনে ৬ টা পর্যন্ত আমরা ২৬ জন রোগী পেয়েছি। এর মধ্যে ১৬ জন শিশু ও ১০ জন প্রাপ্তবয়স্ক। এখনো রোগী আসছে। সকাল পর্যন্ত ভ্যাকসিন সরবরাহ ছিল। এখন ভ্যাকসিন সরবরাহ নেই বিধায় রোগীরা বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করছেন।
আরএম/