আওয়ার ইসলাম: সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ বলেছেন, দেশের তিন লক্ষ মসজিদের প্রায় ৯ লক্ষ ইমাম, মুয়াজ্জিন, খাদিম ও খতীবের সরকারীভাবে বেতন ভাতা চালু করা এবং মসজিদ ব্যবস্থাপনা আইনের মাধ্যমে দেশের মজিদগুলোতে কর্মরত জনশক্তির জীবনমান উন্নয়নের ব্যবস্থা করা সময়ের অপরিহার্য দাবি।
সেক্রেটারী মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন- জেলা ইমাম সমিতির সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান জালালাবাদি, জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা শিহাব উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসেন, প্রচার সম্পাদক মাওলানা ওলীউর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল বশর, দক্ষিণ সুরমা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, গোলাপগঞ্জ সভাপতি মাওলানা আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ সেক্রেটারী মাওলানা মুশতাক আহমদ, মাওলানা নোমান আহমদ কাওছার, মাওলানা শামছুজ্জামান প্রমুখ।
-এএ