মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া সাংস্কৃতিক ফোরাম আন-নাদী আস-সাক্বাফী আল-ইসলামীর আয়োজনে 'মানবসভ্যতার অগ্রযাত্রায় বিজ্ঞানের অবদান বেশী' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার ইদাদীয়্যা স্তরের ২য় বর্ষের সেমিনার রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার শিক্ষক জনাব খায়রুল আমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার সিনিয়র শিক্ষক ও আন-নাদী আস-সাক্বাফী আল-ইসলামীর মহাসচিব মাওলানা আফিফ ফুরকান মাদানি।
মাওলানা আফিফ ফুরকান মাদানি এমন মনোজ্ঞ ও সৃজনশীল আয়োজনের জন্যে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এধরনের প্রতিযোগিতার ধারাবাহিকতার জন্যে নির্দেশনা দেন।
প্রতিযোগিতায় সভাপতিত্ব এবং বিচারকমন্ডলীর সভাপতি ছিলেন জামেয়ার শিক্ষক মাওলানা সানাউল করীম, এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জামেয়ার শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব, মাসিক আল-হক এর ব্যবস্থাপনা সম্পাদক কবি আলাউদ্দিন কবির।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দল এবং বিতার্কিকদের মধ্যে শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণ করা হয়।
-এটি