শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ভোলা: চট্টগ্রামে সাতকানিয়া ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

ভোলায় আল্লাহ ও মহানবী সা. কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মুসল্লিরা সমাবেশ করে। তাতে পুলিশের গুলিতে চারজন নিহত ও শতাধিক আহতের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার আছরের পর সাতকানিয়া কেরাণীহাট হক টাওয়ার চত্ত্বরে সাতকানিয়া ওলামা পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মুবিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে আল্লাহ ও রাসুল সা. সম্পর্কে কটুক্তিকারী বিপ্লব চন্দ্র শুভ ও নবীপ্রেমিক তৌহিদী জনতার উপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান বক্তারা।

সমাবেশে বক্তারা বলেছেন, মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সা. অবমাননা কোন মুসলমানই সহ্য করতে পারেন না। ইসলাম, দেশ ও জাতির শক্রদের বিরুদ্ধে প্রতিবাদের দাবিতে শান্তিপূর্ণ সভা সমাবেশ আমাদের ঈমানী দায়িত্ব ও নাগরিক অধিকার।

মুসল্লীদের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ বাহিনীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে নবীপ্রেমিকদের শহীদ করে লক্ষ কোটি তৌহিদী জনতার কলিজায় আঘাত করেছে। ভোলার বোরহানুদ্দীনের মাটি তাওহিদী জনতার রক্তে রঞ্জিত হয়েছে, নবীপ্রেমিক শহিদদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না।

বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সা. সম্পর্কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে সকল পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি করে মুসল্লীদের নিহত ও আহত করেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সেই সাথে ধর্মাবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে মৃত্যু দন্ডের আইন পাশ এবং উগ্রপন্থী হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণারও জোর দাবি জানান তারা।

সমাবেশে সাতকানিয়া ওলামা পরিষদের নেতৃত্বে মাওলানা আবদুল গফুর, মাওলানা কারী ওসমান, মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা ফয়সাল, মাওলানা মুফতি ইহয়াহ, মাওলানা সামসুল আলম, মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা শোয়াইব চোধুরী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা মাহমুদুল করিম কাছেমী, মাওলানা নোমান, মাওলানা ইদ্রিস, মাওলানা ইঞ্জিনিয়ার আমিরুল ওয়াহেদসহ বিভিন্ন পেশাজীবি ও স্থানীয় তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ