ইকবাল আজিজ, টেকনাফ থেকে: সওতুল হেরা সোসাইটির উদ্যোগে টেকনাফ উপজেলার কওমী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৩টি মাদরাসার প্রিন্সিপালসহ ১২০ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।
গতকাল দুপুর ২টায় টেকনাফ বাস ষ্টেশন চত্বরে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড ( ইত্তেহাদ) এর কেন্দ্রীয় মহাসচিব, আল্ জামিয়া আল্ ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও মুহতামিম মাওলানা আব্দুল হালিম বোখারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আবদুর রহমান বদি।
বিশেষ অতিথি ছিলেন- টেকনাফ বড় মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি মুহাম্মদ কিফায়ত উল্লাহ শফিক, লেদা ইবনে আব্বাস (রা.) মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা কারী শাকের আহমদ।
সোসাইটির সভাপতি হাফেজ মাহমুদ উল্লাহ রিয়াদের সভাপতিত্বে, ইব্রাহীম হানিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন- টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাবদ ইকবাল চৌধুরী, সাংবাদিক ইউনিটির সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাইফী, টেকনাফ সাংবাদিক ফোরাম’র সাধারন সম্পাদক মুহাম্মদ জুবাইর, লেংগুর বিল বড় মাদরাসার সিনিয়ির শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ তাহের, সওতুল হেরা সোসাইটির সাধারন সম্পাদক মাওলানা ইব্রাহীম রাহী।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি ভোলার বোরহানুদ্দিনে ঘটে যাওয়া ঘটনা তদন্ত করে, যারা নবী রাসূলের বিরুদ্ধে কটুক্তির ম্যাসেজ দিয়ে অবমাননা করেছে তাদের অপরাধ প্রমানিত হলে আইনী ব্যবস্থা গ্রহন করা হোক।
ইয়াবা ও মাদকের বিরুদ্ধে আলেম ওলামাদের আরো কঠোর হতে অনুরোধ জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি বলেন, যারা দীনি শিক্ষা অর্জন করেছে তারা কখনো অন্যায়-অবিচার , ব্যবিচার, হত্যা, ধর্ষন ও খুন-খারাবী করতে পারে না। যারা করে তারা কোন প্রকৃত দীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে না। টেকনাফে ইয়াবা কারবারীদের কাছে যে সমস্ত ব্যাক্তিরা জায়গা বিক্রী করছে তাদেরকেও আইনের আওয়তায় নিয়ে আসা হবে।
আলেম-ওলামাদের সহযোগিতা পেলে শীঘ্রই মাদক নির্মূল হবে বলে ও আশা প্রকাশ করেছেন ওসি।
-এএ