শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

জামালপুর থেকে অনলাইন ক্যাসিনোর ৫ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের মেলান্দহে অভিযান চালিয়ে মালয়েশিয়াভিত্তিক অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে ৫ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ কয়েক লাখ টাক উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর ) বিকেলে জামালপুরের মেলান্দহে উপজেলা সদরের পৃথক দু’টি স্থানে অভিযান চালায় র‌্যাবের একটি দল।

ক্যাসিনো চালানোর অভিযোগে আদিপৈত গ্রামের নোমান হোসেন (৩০), মশিউর রহমান (৩৩), জোবায়ের আহম্মেদ ওরফে সোহাগ (২৩), মাহামুদুল হাসান ওরফে মাসুম (৩৩) ও ফরহাদ ইসলাম (৩২) কে আটক করে।

আটকের সময় তাদের কাছ থেকে ক্যাসিনোর নগদ ৩ লাখ ৮০ হাজার ৬২ টাকা, ১৩টি মোবাইল সেট, কয়েকটি ব্যাংকের চেক বই, একটি ডেস্কটপ কম্পিউটার, একটি ডিজিটাল সিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হবে।

জানা গেছে, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. জিন্নার মালিকানাধীন জিন্না মার্কেটে ছাদের ওপর ক্যান্টিন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ক্যাসিনো চালিয়ে আসছিল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে ক্যাসিনো চালানো হয়।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. জিন্নাহ বলেন, দেড়-দুই বছর আগে ২-৩ জন ছেলে তার মার্কেটের ছাদের ওপর টিন দিয়ে ঘর তুলে। সেখানে ক্যান্টিন করে বলে তিনি জানেন। মাসে তাকে ৩ হাজার টাকা ভাড়া দিত। ক্যাসিনো চালানো হতো কি না সেটা তিনি জানতেন না।

র‌্যাব-১৪ জামালপুর কোম্পানির কমান্ডার মুহা. তোফায়েল আহমেদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ বাজার এলাকায় একটি বিকাশের দোকান ও জিন্নাহ মার্কেটের ছাদে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানে বিকাশের দোকান থেকে ৩জন ও জিন্নাহ মার্কেটের ছাদে অবস্থিত ‌আড্ডা কফি হাউজ থেকে ২ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৮০ হাজার ৫৭ টাকা, ১৩টি মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতরা দোকান পরিচালনার নাম করে অনলাইনে ক্যাসিনো চালিয়ে আসছিলো। জিজ্ঞাসাবাদের পর এর সাথে প্রভাবশালী কেউ জড়িত আছে কিনা তা জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ