শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

বৃক্ষ নিধনের প্রতিবাদে আলেমদের বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শত্রুতা বসে সাভারে একটি আবাসিক ভবনের ছাদে থাকা বেশ কিছু গাছ রামদা’ দিয়ে কেটে ফেলেন একজন পাষণ্ড নারী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে অল্প সময়ের মাঝেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলেন পরিবেশপ্রেমীরা।

এরই প্রতিবাদে সাভারের ওলামায়ে কেরাম পালন করেছেন একটি ভিন্নধর্মী প্রতিবাদ সভা। মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর নেতৃত্বে ও মাওলানা সুফিয়ান ফারাবীর পরিচালনায় একদল ওলামায়ে কেরাম আজ আসরের নামাজের পর দুটি বৃক্ষরোপণ করেন সাভারের দারুল উলুম মাবিয়া মাদ্রাসা সংলগ্ন জামসিং সড়কটিতে। এরমধ্যে একটি আম গাছ অন্যটি কাঁঠাল গাছ। এ দু'টি বৃক্ষরোপণ করেন সাভারের শীর্ষ আলেমগণ।

এতে প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী বলেন, পরিবেশ থেকে নানাভাবে আমরা উপকৃত হই। গাছ আমাদেরকে নানাভাবে উপকার করে। গাছ মানুষের বন্ধু। কিন্তু দুঃখজনক হলেও বিভিন্ন কারণ দর্শিয়ে দেশের প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে কিছু অসাধু মানুষ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, সাভারের সিআরপি এলাকায় যে মহিলাটি বিদ্বেষের বহিঃপ্রকাশে হিংস্রভাবে গাছগুলো কেটেছে আমরা ওলামায়ে কেরাম তার সুষ্ঠু বিচার কামনা করি। এবং সাথে সাথে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা কামনা করছি।

মনে রাখতে হবে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করলে একটা সময় আমরাই হুমকির মুখে পড়ে যাব। সুতরাং সকলে ঐক্যবদ্ধভাবে পরিবেশ বাঁচাতে এগিয়ে আসতে হবে।

বৃ্ক্ষরোপণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করেন মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী। এতে তিনি দেশের পরিবেশ রক্ষার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন। সুন্দরবনসহ দেশের বনাঞ্চলে যেন কোনরূপ ক্ষতিগ্রস্থ না হয় এর জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি মুনাজাত করেন।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুফতি গাজী সিদ্দিকুর রহমান , মুফতি ইহসানুল হক, মুফতি আরিফুল ইসলাম, হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মুফতি ফরহাদ হাসান, মাওলানা দেলোয়ার হোসাইন, হাফেজ মনিরুল ইসলাম, মাওলানা কারী আব্দুর রহমান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ