আওয়ার ইসলাম: রাজস্থলী উপজেলা বিএনপির সহ-সভাপতি দীপময় তালুকদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালে এলাকাবাসী লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
এর আগে মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফেরার পথে রাজস্থলীর হলুদিয়া পাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও হেডম্যান (মৌজাপ্রধান) দীপময়কে অপহরণ করে দুর্বৃত্তরা।
দীপময়কে খুনের ঘটনায় সকালে থেকে উপজেলায় বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা। তঞ্চঙ্গ্যা জনগণ থানায় ঘেরাও করে হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহাম্মদ খান জানান, মঙ্গলবার হলুদিয়া পাড়া থেকে দীপময় তালুকদারকে অপহরণ করা হয়। পরে বুধবার সকালে এলাকাবাসী তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, দীপময় সেনাবাহিনীর ট্রানজিট সড়ক নির্মাণের কাজ করছিলেন। মঙ্গলবার কাজ শেষে হলুদিয়া পাড়ার জিরো মাইল এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে করে এসে তাকে অপহরণ করে নিয়ে যায়।
এ সময় তার সাথে থাকা সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, গান্ধী তঞ্চঙ্গ্যা ও নাছির উদ্দিনকে ছেড়ে দেয়া হয় এবং তারা ৩-৪ রাউন্ড গুলির শব্দ শুনতে পান।
-এটি