শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

সিলেটে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলায় আল্লাহ ও মহানবী স. কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আন্দোলনরত মুসল্লিদের ওপর চালানো নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর ও জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল করে।

মঙ্গলবার (২২ অক্টোবর) আসরের পর সিলেটের কালেক্টরেট জামে মসজিদ গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

জেলা সভাপতি ফয়জুল হাসান চেীধূরী এর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত এর পরিচালনায় মিছিল পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্ররফসর ডা. মোয়াজ্জেম হোসনে খান, সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ, নগর সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ আবু তাহের মিসবাহ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ কোথাও নিরাপদ নয়। ভোলার ঘটনা কেন ঘটলো? ছাত্র ও যুবলীগ মানুষ হত্যা করে, পুলিশও মানুষ হত্যা করে, মানুষের নিরাপত্তা কে দেবে? ভোলার হত্যাকান্ডের দায় সরকারকে নিতে হবে। সরকারের জনগণের প্রতি কোন মায়া নেই বলেই মানুষ হত্যা করছে।

বক্তারা বলেন, বারবার কারা উস্কানী দিচ্ছে, এদেরকে কেন ধরা হচ্ছে না বরং উল্টো আল্লাহপ্রেমিক মানুষকে হত্যা করা হচ্ছে। আল্লাহ ও রাসূল সা.কে নিয়ে কটুক্তিকারীদের কঠোর শাস্তির বিধান পাশ করতে তারা জোর দাবি জানান বক্তারা।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সহ-সভাপতি ইসমাইল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান রনি অর্থ সম্পাদক মাসরুর দাইয়ান, জেলা প্রশিক্ষণ সম্পাদক রায়হান বিন আজমল, অর্থ সম্পাদক আলিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আমীর উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ