শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ভোলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিনজেলা প্রতিনিধি

ভোলায় আল্লাহ ও মহানবী সা.কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মুসল্লিরা সমাবেশ করে। তাতে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ২ টায় পটিয়া রেলওয়ে স্টেশন চত্ত্বর ও জিরিতে জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির পরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের নেতৃত্বে পৃথক দু’টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পটিয়া রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হলে ডাকবাংলো মোড় হয়ে পটিয়া উপজেলা পরিষদসহ আরকান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

রেলওয়ে স্টেশন চত্ত্বরে নেতারা বলেন, নব্বই ভাগ মুসলমানের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও মহানবী সা. কে নিয়ে কটুক্তি করার দুঃসাহস কোথায় পেল? ওলী আউলিয়ার দেশের কুখ্যাত বিপ্লব চন্দ্র শুভসহ বোরহানুদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা এদেশের নবিপ্রেমিক তৌহিদীজনতা রাজপথে নামতে বাধ্য হবে। এভাবে যাতে আমাদের আর কারো জীবন দিতে না হয় তার নিশ্চয়তা চাই। আমার ধর্ম ও ধর্মীয় অনুভূতির প্রতি সকলের সম্মান প্রদর্শনের রাষ্ট্রীয় আইন চাই।

মাওলানা শহীদুল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা মুফতি বেলাল উদ্দীন, মাওলানা শোয়াইব জিয়া, মাওলাবা ফোরকান উল্লাহ পটিয়াভী, মাওলানা মোজাম্মেল হক চৌধূরী প্রমুখ।

এদিকে জিরিতে জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির পরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, বোরহানুদ্দীনে মুসল্লীদের প্রতিবাদ সমাবেশে হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও ঘৃনিত। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ