উবায়দুল্লাহ সাআদ: ভোলায় তাওহিদী জনতার উপর হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে ময়মনসিংহ বড় মসজিদে ভোলায় তাওহিদী জনতার উপর বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভন্ন শ্রেণী পেশার কয়েক হাজার সাধারন মানুষ অংশ গ্রহন করেন।
আজ রোববার বাদ আছর অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশের বক্তব্যে নবীপ্রেমী তাওহিদী জনতার উপর হামলার নিন্দা জানান। অনতিবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দাবী করেন। বিচারহীনতার সংস্কৃতির ভয়াবহতা তুলে ধরে উগ্রবাদী সংগঠন ইসকনের সাম্প্রতিক উস্কানীর ব্যাপারে সরকারকে সতর্ক করেন ও হুশিয়ারী উচ্চারণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মুফতি মুহিব্বুল্লাহ, মাওলানা নূরুল আবসার মাসুম মাওলানা আমীর ইবনে আহমাদ, মাওলানা হাজী মোশাররফ, মাওলানা আবু তাহের খান, মাওলানা শরীফুর রহমান, মাওলানা মানাযির আহসান খান তাবশীর, মাওলানা চৌধুরী নাসীর আহমাদ, মাওলানা ইসমাইল ইব্রাহীম প্রমূখ।
উল্লেখ্য, ফেসবুক মেসেঞ্জারে মহানবী সা. ও আল্লাহকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে বিপ্লব চন্দ্র শুভ নামের এক ব্যক্তির উপর ক্ষোভ প্রকাশ করে আসছেন স্থানীয় মুসলিম তৌহিদী জনতা। তার বিচারের দাবি নিয়ে গত কয়েকদিন ধরেই স্থানীয় জনতা মিছিল, প্রতিবাদ চালিয়ে আসছে।
-এটি