আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী বলে পুলিশের দাবি।
শনিবার দিবাগত রাতে উপজেলার মেরিনড্রাইভ সড়কের মহেশখালীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল আজিজ (২৪)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ডেলপাড়া গ্রামের ছালে আহম্মদের ছেলে।
পুলিশ জানিয়েছে, আজিজকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আজিজের সহযোগীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আজিজকে উদ্ধার করে পুলিশ। পরে টেকনাফ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, সাত রাউন্ড কার্তুজ ও ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মিশকাত ও কনস্টেবল রুমেন দাস আহত হয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
-এএ