শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

রাজশাহী সীমান্তে আটক ভারতীয় জেলে কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর চারঘাটে পদ্মা-বড়াল নদীর মোহনায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়া জেলে প্রণব মন্ডলকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় তাকে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির রাজশাহীর চারঘাট বিওপির হাবিলদার হুমায়ুন কবীর বাদী চারঘাট থানায় তার বিরুদ্ধে দু'টি মামলা দায়ের করেন। মামলা দুটিতে তার বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশ ও বেআইনিভাবে অন্য দেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অভিযোগ আনা হয়।

প্রণব মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ছিড়াচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বসন্ত মন্ডল। আটকের সময় তার কাছ থেকে প্রায় চার কেজি মাছ ধরার কারেন্ট জাল ও কিছু ইলিশ জব্দ করা হয়।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সমিত কুমার কুন্ডু বলেন, বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করে বিজিবি সদস্যরা ভারতীয় জেলে প্রণব মন্ডলকে থানায় হস্তান্তর করেন। রাতে তাকে থানা হাজতে রাখা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অভিযানে যায় বিজিবি। ওই সময় তিনজন জেলে অবৈধভাবে মাছ ধরায় তাদেরকে আটক করা হয়। তবে কিছুক্ষণের মধ্যে সেখানে এসে জেলেদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

তবে পতাকা বৈঠক ছাড়া তাদের ছেড়ে দেয়া হবে না বলে জানিয়ে দেয় বিজিবি। এক পর্যায়ে বিএসএফ গুলি ছুঁড়তে শুরু করে। বিজিবিও পাল্টা ফাঁকা গুলি ছোড়ে। ওই সময় তিন জেলের মধ্যে দুই জনকে নিয়ে যেতে সক্ষম হয় বিএসএফ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ