শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

বেশি দামে পেঁয়াজ বিক্রি, চট্টগ্রামে ২ আড়তের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রয় মূল্যের চেয়ে অস্বাভাবিক বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের দুটি আড়তকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ব্যবসায়ীদের বারবার সতর্ক করার পরও অতিরিক্ত বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

শুক্রবার সকালে বাজার মনিটরিংয়ের জন্য নগরীর রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন আড়ত এবং চকবাজারের খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

৪৮ টাকা কেজি দরে কেনা মিয়ানমারের পেঁয়াজ ৭৫ টাকা দরে বিক্রি করায় চাল ডাল ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং ৬৫ টাকা কেজি দরে কেনা ভারতীয় পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি করায় মেহরাজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, চট্টগ্রামের জেলা প্রশাসক মুহা. ইলিয়াস হোসেন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাদের সতর্ক করে বলেছিলেন, 'প্রত্যেক দোকানে যেন মূল্য তালিকা প্রদর্শন করা হয় এবং অতিরিক্ত লাভের চেষ্টায় পেঁয়াজ বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

পেঁয়াজ বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এই বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ