আওয়ার ইসলাম: অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ফেনীর পরশুরাম উপজেলায় আটক ভারতীয় নাগরিক মুহা. মঞ্জুর আলমকে (১৮) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. নাহিদুজ্জামান জানান, বুধবার রাতে পরশুরাম বিওপির সীমান্ত পিলার ২১৬৩/এম এর কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় নাগরিক মঞ্জুর আলম। এসময় বিজিবি টহলদল তাকে আটক করে। আটক মঞ্জুর আলম ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার আমজাদনগর গ্রামের মৃত ছোট মিয়ার ছেলে।
পরে বৃহস্পতিবার সকালে তাকে বিজিবি মজুমদারহাট কোম্পানি ও বিএসএফ ব্যাটালিয়নের সারাসীমা কোম্পামি কমান্ডার পর্যায়ে বিলোনিয়া আইসিপি পতাকা বৈঠকের মাধ্যমে অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়েছে।
-এএ