আবদুল্লাহ তামিম ♦
এশিয়ার বৃহত্তম দীনি বিদ্যাপিঠ দারুল উলূম দেওবন্দের পক্ষ থেকে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি বিবৃতিকে স্বাগত জানিয়েছে।
ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত গণপিটুনি বিষয়ে মন্তব্য করে বলেন, আমরা গণপিটুনিকে সমর্থন করি না। নিঃসন্দেহে এটি একটি নিন্দনীয় কাজ।
তার এ বক্তব্যকে স্বাগত জানিয়ে দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী গণমাধ্যমকে একটি বিবৃতি দিয়েছেন। তিনি গণপিটুনির নিন্দা করে এর বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি করেন।
মুফতি আবুল কাসেম আরো বলেন, মোব লিচিং সম্পর্কিত আরএসএস প্রধানের বক্তব্যকে স্বাগত জানানো উচিত। তবে, এই জাতীয় ঘটনার নিন্দা করা এবং সমর্থন না করাই যথেষ্ট নয়। মব লিচিংয়ের ঘটনা রোধ করার জন্য উপযুক্ত আইন প্রয়োজন।
জমিয়তে উলামায়ে হিন্দ (জেউ) প্রধান মাওলানা সৈয়দ আরশাদ মাদানীও আরএসএস প্রধানের ঘোষণার প্রশংসা করেছেন। মাদানী সম্প্রতি আরএসএস নেতাদের সাথে একটি বৈঠক করেছেন এবং মব লিচিং সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
মাদানী বলেন, শুনে ভাল লাগল। আমি বিশ্বাস করি যে তারা আমাদের উত্থাপিত বিষয়গুলিতে মনোযোগ দিচ্ছে। সামাজিক সম্প্রীতি ছাড়া একটি দেশ এগিয়ে যেতে পারে না। আরএসএস প্রধানের বক্তব্যকে আমরা স্বাগত জানাই।
মোহন ভাগবত গত মঙ্গলবার একদল বিদেশী সাংবাদিককে বলেন, তার সংগঠন সব ধরণের সহিংসতার বিরুদ্ধে এবং তার কর্মীরা গণপিটুনি রোধে কাজ করছে।
আরএসএস প্রধান আরো বলেন, আমরা সকল প্রকার সহিংসতার নিন্দা জানাই। আমাদের স্বেচ্ছাসেবীরা এ জাতীয় ঘটনা প্রতিরোধে কাজ করছেন। যদি স্বেচ্ছাসেবীরা দোষী সাব্যস্ত হয় তবে আমরা তাদের ছেড়ে যাব না। আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ধারণা করা হচ্ছে আরএসএস সম্পর্কে বিদেশী গণমাধ্যমে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে তা পরিবর্তনের জন্য এই উদ্যোগ নিয়েছেন তিনি।৩০টি দেশের ৮০ জন সাংবাদিকের সাথে বৈঠককালে মোহন ভাগবত অর্থনীতি, রাম মন্দির, নাগরিকত্ব সংশোধনী বিলসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সংঘের আদর্শের ব্যাখ্যা দিয়েছিলেন সেদিন। সূত্র: দ্যা ইনকিলাব হিন্দি নিউজ, নিউজ ১৮, ইন্ডিয়া টুডে।